Tuesday, March 18, 2025
- Advertisement -

সাগরদীঘিতে জলস্বপ্ন প্রকল্পের শুভ শিলন্যাস

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- পানীয় জলের সমস্যা! সাথে আর্সেনিকের প্রকোপ- মুর্শিদাবাদ জেলার জলের সংকট বহু দিনের। সেই সমস্যা সমাধান হতে চলেছে ‘জল স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে। জল স্বপ্নের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল। জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সুদক্ষ অফিসার, কর্মচারীদের উদ্যোগে সেই প্রকল্প সম্পূর্ণ রূপায়ণ হতে চলেছে এই জলস্বপ্ন প্রকল্প এদিন। সাগরদীঘিতে

সাগরদিঘীর বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয় এর ঐকান্তিক প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘী ব্লকের বালিয়া পঞ্চায়েতে বিশুদ্ধ পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয়, পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদীঘির বিডিও শ্রী সুরজিৎ  চ্যাটার্জি, সাগরদীঘির ভারপ্রাপ্ত ও সি, শ্রী সুমিত বিশ্বাস সহ প্রমুখ। এদিন শিলান্যাসে বিশুদ্ধ পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে ২৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুব্রত সাহা।

জেলা জুড়ে সার্বিক সামাজিক উন্নয়নে নতুন উদাহরণ রচনা করছে জল স্বপ্ন। এই প্রকল্প রুপায়নে সমস্ত জটিলতা কাটিয়ে এগিয়ে চলেছে জন স্বাস্থ্য কারিগরি দপ্তর। লক্ষ্যমাত্রা রয়েছে লক্ষাধিক মানুষের মধ্যে আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ। অল্প পরিসর থেকে গোটা গ্রাম, ঘরে ঘরে আস্রেনিক মুক্ত জল পৌঁছে যাবে এবার। বিগত তিন মাস ধরে জলস্বপ্ন প্রকল্প রুপায়নের কাজে শীর্ষ স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। আগামী দিনেও এই ধারা বজায় রাখার অঙ্গীকার জন স্বাস্থ্য কারীগরি দপ্তরের।

সাগরদীঘিতে জলস্বপ্ন প্রকল্পের শুভ শিলন্যাস

More News- ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃনমূল সদস্য মাইনুল সেখের ব্যক্তিগত উদ্যোগে দুর্ঘটনায় মৃত পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

প্রতিনিধি সুমিত ঘোষ, মালদা :- পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিকের হাতেও কুড়ি হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সোমবার রাত্রে লক্ষ্মীপুর কলোনি এলাকায় সুবোধ স্মৃতি সংঘ এন্ড লাইব্রেরীর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান মঞ্চেই এই উদ্যোগ গ্রহণ করেন পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখ। এদিন এই অনুষ্ঠান মঞ্চে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভৈরব চৌধুরী, মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments