Friday, April 25, 2025
- Advertisement -

সামাজিক কর্মসূচী গ্রহন করল ইদগাহ কমিটি

- Advertisement -

 

অমিত জীবন রায় চোপড়া :- সামাজিক কর্মসূচী গ্রহন করল ইদগাহ কমিটি। শনিবার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উত্তর হাজার বিঘা ঈদগাহ কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, সমাজসেবী জিয়াউল হক সহ আরও অনেকে। মূলতঃ বর্তমানে ক্রমাগত বৃক্ষচ্ছেদনের ফলে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। উষ্ণায়নের প্রভাব বাড়ছে ক্রমশই। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষজন। পাশাপাশি এদিন বিধায়কের কাছে বেশ কিছু দাবী দাওয়াও তুলে ধরা হয় ইদগাহ কমিটির পক্ষ থেকে। রাস্তার দাবি সহ ঈদগাহ মাঠ ভাঙ্গন রোধ করার জন্য গার্ডওয়ালের দাবি তোলেন ইদগাহ কমিটির সদস্যরা এবং পার্শবর্তী একটি শ্মশানের সংস্কারের দাবিও তোলেন তারা। ঈদগা কমিটির দাবি গুলো বিধায়ক নিজে সরেজমিনে খতিয়ে দেখেন এবং অতি শীঘ্রই সেই কাজগুলো সম্পন্ন করার আশ্বাস দেন। ইদগাহ কমিটির তরফে জানা যায়, চোপড়া ব্লকের সবথেকে বড় ঈদগাহ মাঠ হচ্ছে উত্তর হাজার বিঘা ইদগাহ মাঠ এখানে প্রায় 10 থেকে 12 হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ ঈদগার নামাজ আদায় করেন দিনের পর দিন ইদগাহ মাঠ ভেঙ্গে কাছনা নদীতে তলিয়ে যাচ্ছেন যার জেরে সমস্যায় পরছেন কমিটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments