সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসন পেতে পারেন একজন বাঙালি
ইতিহাস ফিরে আসে। ভারতের প্রশাসনিক পদগুলোর মধ্যে অবশ্যই অন্যতম একটি পদ হলো শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ। সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই সেই আসনে বসতে চলেছেন একজন বাঙালি – জয়মাল্য বাগচী। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। শুধু তাই নয়, তিনি 2031 সালে দেশের প্রধান বিচারপতি হবেন বলেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বাঙালি বিচারপতির নামে সিলমোহর দিয়েছে ৷এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিচারপতি বাগচি 2011 সালের 27 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। করোনাকালে 2021 সালের 4 জানুয়ারি তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলি করা হয়।
2031 সালের 25 মে, বিচারপতি কেভি বিশ্বনাথন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর, বিচারপতি বাগচি প্রধান বিচারপতি হতে পারেন। সব ঠিকঠাক থাকলে 26 মে, 2031 দেশের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করবেন এই বাঙালি বিচারপতি ৷ 2 অক্টোবর, 2031 পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতির পদ সামলাতে পারবেন। সব দিক খতিয়ে দেখে কলেজিয়াম তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে। বাঙালি হিসাবে এতে আমরা গর্বিত।