Saturday, December 7, 2024
- Advertisement -

স্কুলে নিষিদ্ধ মোবাইল ফোন 

- Advertisement -

মেহেবুব মাসুম, মুর্শিদাবাদ :- স্কুল চলাকালীন কোনো ছাত্রছাত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে এবার থেকে স্কুল কর্তৃপক্ষ নেবে কঠোর ব্যবস্থা! পড়ুয়াদের জন্য এই নির্দেশ জারি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ। করোনা আবহে স্কুল খোলার পর পড়ুয়াদের স্কুল মুখি করতে নেওয়া হচ্ছে নানান কর্মসূচি, অন্যদিকে স্কুলে এসেও মোবাইল ব্যবহারে আসক্তি কাটছে না। সেই ছবি উঠে আসছে সোস্যাল মিডিয়াতেও। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের একটি হাইস্কুল থেকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি৷ যেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী৷ তাদের এই সুখটানে আবার পাশ থেকে উৎসাহ দিচ্ছে কিছু ছাত্রও৷ সঙ্গে রয়েছে অশ্লীল অঙ্গভঙ্গিও৷ আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী করছে অপর একজন।

স্কুলে নিষিদ্ধ মোবাইল ফোন

কিন্তু সেই স্কুলের ছাত্রছাত্রীদের ওপর স্কুল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিলেও তাদেরকে রেজিস্ট্রেশন ও পরীক্ষায় বসতে অনুমতি দিয়েছে চন্দ্রকোনা জোড়া হাইস্কুল। তবে এই ধরনের ঘটনা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের দূরে রাখতে মুর্শিদাবাদের এক স্কুলে কার্যত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে স্কুল চলাকালীন যদি কোনো ছাত্র বা ছাত্রীর কাছ থেকে মোবাইল পাওয়া গেলে স্কুল কর্তৃপক্ষ এর থেকে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। স্কুল কর্তৃপক্ষ জানান পড়ুয়াদের আগামী ভবিষ্যতের কথা ভেবেই স্কুলে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে শিক্ষক / শিক্ষিকার এই ধরনের পদক্ষেপ নেওয়া কে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীদের অবিভাবকরা।

More News- কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আয়োজিত হল জামুড়িয়ায়

মিঠুন মন্ডল, পশ্চিম বর্ধমান :- কিষাণ ক্ষেত মজদুর জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া স্টেট ব্যাঙ্কের কাছে তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, কিষাণ মোর্চার জেলা সভাপতি দেবব্রত বৈদ্য, সাধন রায়, শেখ শব্দ, সনৎ ভট্টাচার্য, প্রদীপ মুখার্জি, মৃদুল চক্রবর্তী, শেখ দিলদার, প্রেমপাল সিং এবং এই সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে হরেরাম সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা নজির বিহীন। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি দেশে কত উন্নয়ন কাজ করতে পারবেন তা ভাবুন। তিনি সভায় উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন যে তাদের যেকোন সমস্যা সমাধানে তিনি প্রস্তুত। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments