Wednesday, January 22, 2025
- Advertisement -

স্বর্গীয় কৃষ্ণদাস পাল মহাশয়ের জম্নদিবসের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পূর্ব বর্ধমানের বন্ডুল ১গ্রাম পঞ্চায়েতে ।

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  স্বর্গীয় কৃষ্ণদাস পাল মহাশয়ের জম্নদিবসের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবি ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।পূর্ব বর্ধমান ১ নং ব্লকের বন্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারকিতা গ্রামে কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের।

এই রক্ত দান শিবিরে মোট ৭২/-জন রক্তদাতা রক্ত দান করেন।
সেই রক্ত বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল কেমডি হাসপাতালে হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও রক্তদাতাদের একটি করে ছাতা, গাছের চারা, সার্টিফিকেট ও টিফিন দেওয়া হয়।

রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।

উপস্থিত ছিলেন বর্ধমানের বাজেপ্রতাপ পুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও দেওয়ানদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি দীপতেষ চ্যাটার্জী, এছাড়াও কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সহ সভাপতি শ্রী বিবেকানন্দ মল্লিক, এছাড়া কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের ব্যাক্তিগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments