Tv20Bangla:- হাঁসখালি ধর্ষণের ঘটনায় বিজেপির পক্ষ থেকে চলছে 12 ঘণ্টা বন্ধ। সকাল থেকেই গোটা হাঁসখালি জুড়ে দোকানপাট বন্ধ। বিজেপি কর্মীরা এর সমর্থনে পতাকা হাতে পথে নেমেছে। উল্লেখ্য গত 5 তারিখে নদীয়ার হাঁসখালি থানার গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালীর ছেলে সোহেল গোয়ালীর বিরুদ্ধে। তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকাকে বলপূর্বক শ্মশানে দাহ করে দেওয়া হয়। শুধু তাই নয় পরবর্তী কালে যার এ কোন প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয়। এরপরই দুইদিন আগে নাবালিকার পরিবারের তরফ থেকে হাঁসখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল গোয়ালী গ্রেপ্তার হয়। আজ 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয় হাঁসখালি বিজেপির তরফ থেকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে বন্ধের সমর্থনে। সকাল থেকে দোকানপাট বন্ধ ওটা হাসখালি জুড়ে। হাতেগোনা কয়েকটি দোকান খুললে বিজেপি কর্মীরা পথে নেবে সেগুলো বন্ধ করার অনুরোধ জানাচ্ছে।
হাঁসখালি ধর্ষণের ঘটনায় চলছে বিজেপির ডাকা 12 ঘণ্টা বন্ধ।
MORE NEWS – রামনবমী উৎসব পালন হিন্দুজাগরণ মঞ্চের পক্ষ থেকে বারাসাতে৷
নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- বারাসাত ময়না এলাকা থেকে রবিবার বিকেলা রামনবমীর যাত্রা শুরু হয়। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে প্রতি বছরের মত এবছরও আয়োজন করা হয়, হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। প্রশাসনের ভূমিকায় খুশি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। গত দুবছর করোনার কারণে উৎসব পালন করতে পারেনি, এবছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই হিন্দু জাগরণমঞ্চ উৎসব মুখর হতে দেখা গেলো। রামনবমী উৎসব পালনে কারো হাতে হাতে অস্ত্রও দেখাগেল, কিন্তু হাতে অস্ত্র কেন? এই প্রশ্নের উত্তরে নেতৃত্ব জানান সব হিন্দু দেব দেবীর হাতেই অস্ত্র থাকে, সেখানে হিন্দুর হাতে অস্ত্র থাকবে না এটাই মুর্খামি। CONTINUE READING
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, বন্ধ মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত-১ ৷
সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়।
এক প্রতিবন্ধী শিক্ষকের হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী।
আসানসোল লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল।