Wednesday, December 4, 2024
- Advertisement -

হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।

- Advertisement -

নদীয়া:-  শ্রীচৈতন্য জন্মভূমি এই নবদ্বীপ ধাম। বর্তমানে যা হেরিটেজ সিটি র তকমা পেয়েছে,। ভারত বর্ষ তথা গোটা বিশ্বের থেকে আতগ সারাবছরই কম বেশি পর্যটক ও তীর্থ যাত্রীদের সমাগম লেগেই থাকে এই শহরের। আর এই শহরে যাতায়াতের অন্যতম ও প্রধান যোগাযোগের মাধ্যম রেল পরিসেবা। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশন কে ইতিমধ্যেই মডেল স্টেশনে রূপান্তরিত করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে নবদ্বীপ ধাম রেল স্টেশনে আরেকটি নতুন আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ সহ অন্যান্য সুন্দার্যায়নের কাজ লছে দ্রুত গতিতে। জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যেই এই ফুটওভার ব্রিজের কাজ শেষ হবে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নবদ্বীপ ধাম রেল স্টেশনে নতুন আধুনিক নির্মাণের এই রেলওয়ে ফুটওভার ব্রিজ। হেরিটেজ শহর,হেরিটেজ শহর

ইতিমধ্যেই নবদ্বীপ ধাম স্টেশনে চালু রয়েছে চলমান সিঁড়ি। যাত্রীদের সুবিধার্থে চালু হতে চলেছে লিফট। বাইরে থেকে আসা তীর্থ যাত্রী থেকে শুরু করে শহরবাসীর সুবিধার্থে আরেকটি নতুন ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে। যার কাজ চলছে দ্রুত গতিতে। একের পর এক নতুন রূপে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন কে। খুশি শহরবাসী। নবদ্বীপ ধাম স্টেশনে নতুন আরেকটি ফুটওভার ব্রিজ তৈরি হওয়ায় সেখানকার সাধারণ মানুষ আমাদের ক্যামেরার সামনে কি বললেন একবার শুনে নেওয়া যাক।

হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।

MORE NEWS – মালদা শহরের বুকে জুয়ার আসরে চলল গুলি।

নারায়ণ সরকার, মালদা, ০৫ মে:- ফের মালদা শহরের বুকে প্রকাশ্য শুট আউট। জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলো এক বছর ৩৭ এর যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মালদা শহরের মহেশমাটি এলাকার মাদ্রাসা মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বুধবার গভীর রাত থেকে মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় জুয়ার আসর বসেছিল। আর সেই জুয়ার আসরে স্থানীয় কয়েকজন যুবক একত্রিত হয়ে জুয়া খেলছিল। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ জুয়ার আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইজন যুবক।
জানা গেছে, CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments