Monday, January 13, 2025
- Advertisement -

Bankura বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া:- সংসারে তাদের নিত্য অভাব। রোজই প্রায় নুন আনতে পান্তা ফুরায়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক চিলতে মাথাগোঁজার ঠাঁই রয়েছে পিন্টু কেওরার। সেটিও প্রায় ভেঙে পড়ার উপক্রম। এরমধ্যে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি। মেয়ের হার্ট ফুটো। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে ছোট্ট শিশুটির। রাজোনার হার্ট অপারেশন করতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবুরা। তার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। কোথায় পাবেন সেই টাকা? তাই চিন্তায় ঘুম ছুটেছে কেওরা পরিবারের। একমাত্র কোলের শিশুকে নিয়ে দিনরাত চোখের জল ফেলে চলেছেন রাজোনার মা টুসি কেওরা। শিশুটি ঠিকমতো নিশ্বাস নিতে না পারায় মাঝে মাঝেই তার অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। অসহায় বাবা মায়ের শুধু তাকিয়ে দেখা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। শিশুটির চিকিৎসার জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছেন তারা। চেয়েছিলেন স্বাস্থ্য সাথী কার্ড করাতে। সেই কার্ডের দৌলতে যদি মেয়ের চিকিৎসা করানো যায়। কিন্তু সেটাও মেলেনি। Bankura,Bankura

রাজোনার বাবা পিন্টু কেওরা বলেন ‘বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিল। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তখন বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানেও খুব বাড়াবাড়ি হওয়ায় আমাদের বাঁকুড়া হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানায় রাজোনার হার্টে দুটো ফুটো রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ওর হার্ট অপারেশন করতে হবে। তার জন্যে প্রচুর টাকার দরকার। আমার অভাবের সংসার। দুদিন কাজ থাকে তো চারদিন কাজ থাকেনা। স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য বলেছিলাম কিন্তু সেটাও এখন হবে না বলে জানিয়ে দিয়েছে। আমরা চাইছি সরকার আমাদের সাহায্য করুন। সরকারি সাহায্য পেলে হয়তো আমার মেয়েটাকে বাঁচাতে পারবো’। ফুলের মতো ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে দিনরাত চোখের জল ফেলছেন টুসি কেওরা। তিনি বলেন ‘মেয়ের ঠান্ডা লেগেছিল। তখন দেখি ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে। ওকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠায়। ওখানে ডাক্তাররা পরীক্ষা করে জানায় বাচ্চার হার্টে ফুটা রয়েছে।

Bankura বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি।

পাণ্ডবেশ্বরে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

সেটার চিকিৎসার জন্য অপারেশন করতে হবে। সেই টাকা আমরা কোথায় পাব? কোথায় গেলে ওর চিকিৎসা পাব সেটাও জানি না। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া আর আমাদের কোনো উপায় নেই’। অসুস্থ শিশুকে নিয়ে অসহায় এক পরিবার একটু সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন। মানবিক মুখ তারা দেখতে পাবেন কি-না তা জানা নেই। দুধের শিশুর কষ্ট আর চোখে দেখতে পারছেন না বাবা-মা। সামনেই আসছে বর্ষাকাল। ভাঙা ঘরে জলের ছিটায় ভেসে যায় সংসার। কিন্তু সেদিকে আর লক্ষ্য নেই কেওরা পরিবারের। তাদের এখন একটাই লক্ষ্য ছোট্ট রাজোনার চিকিৎসা করিয়ে দ্রুত আরোগ্যলাভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments