মালদা, মানিকচক:- মহামারি করোনা ভাইরসের সময়কাল থেকে করোনা আক্রান্ত রুগি এবং সাধারণ মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়াতে দেখা গিয়েছিলো মানিকচকের রেড ভলেণ্টিয়ারের সদস্যদের। শুক্রবার, কমরেড লেলিনের জম্মদিনকে সামনে রেখে গোটা রাজ্যে জুড়ে পালিত হচ্ছে রেড ভলেণ্টিয়ার ডে। তারই অঙ্গ হিসেবে মানিকচকের রেড ভলেণ্টিয়ার সদস্যরা মানিকচক গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রুগিদের মধ্যে ফলমূল বিতরণ করেন পাশাপাশি হাসপাতালে চত্বরে সাফাই অভিযান করে স্যানিটাইজেশন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমিত ঝা, গৌতম বসাক, দীপঙ্কর ঘোষ সহ রেড ভলেণ্টিয়ার সদস্যরা। আগামি দিনেও রেড ভলেণ্টিয়ার সাধারণ মানুষের পাশে থাকবে এমটাই বার্তাদেন। Comrade,Comrade
Comrade কমরেড লেলিনের জম্মদিনকে সামনে রেখে গোটা রাজ্যে জুড়ে পালিত হচ্ছে রেড ভলেণ্টিয়ার ডে।
MORE NEWS – প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।
নদীয়া, মাধব দেবনাথ:- আজ শান্তিপুরের জননেতা তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক, এবং চেয়ারম্যান প্রয়াত অজয় দের জন্মবার্ষিকী । অসাধারণ নেতৃত্ব ও ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন এই মানুষটিকে ৭১তম জন্মবার্ষিকী জন্ম:-২২.০৪.১৯৫২, প্রয়াণ:-২১.৫.২০২১, আর এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তার পিতা তথা প্রয়াত জননেতার বসবাসের 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রশান্ত গোস্বামী আইএনটিটিইউসি নেতৃত্ব সনৎ চক্রবর্তী, প্রয়াত জননেতা ভাই গৌতম দে সহ আপামর তৃণমূল কর্মী সমর্থকরা সাতসকালেই তার বসতবাড়ির কাছে থাকা, আবক্ষ মূর্তি তে মাল্য দান করলেন তাকে শ্রদ্ধা জানালেন। CONTINUE READING
MORE NEWS – বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙ্গন রুখতে, ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা হল।
পার্থ ঝা,মালদা:- প্রসঙ্গে উল্লেখ্য বিগত কয়েক বছর থেকে বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙ্গন অব্যাহত ছিলো। সেচ দপ্তরের থেকে এই ভাঙন প্রতিরোধের জন্য ডিপট্রিজের কাজ করলেও ভাঙ্গন প্রতিরোধ করা যায়নি, এই মুহূর্তে নদীবাঁধ থেকে গঙ্গার দূরত্ব মাত্র ৫০ মিটার। ফলে সমগ্র কালিয়াচক 2 নম্বর ব্লক দিয়ে মালদা জেলা ব্যাপী বন্যার আশঙ্কা করছে স্থানীয় মানুষ। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে দরবার করেন। আর সেই কথাটা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ওই এলাকার ভাঙ্গন রুখতে ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা করেন। CONTINUE READING