Wednesday, December 4, 2024
- Advertisement -

Ganga গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনসাস্থ্য কারিগরি দপ্তর এর ব্যবস্থাপনায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণী আবাদ, বিষ্ণুপুর, চন্ডিপুর মৌজা বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ জলস্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত প্রধান,উপপ্রধান, প্রশানিক আধিকারীক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গা সাগরে জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন গঙ্গা সাগরে একাধিক অঞ্চলে গরমের সময় জলের স্তর নিচে নেমে যায়। Ganga গঙ্গাসাগরে,Ganga গঙ্গাসাগরে

সেই জন্য স্থানীয় বাসিন্দাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জলের সমস্যা সমাধান করতে একাধিক পরিকল্পনা করা হয়। এই জল এর প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং আরও অন্যান্য অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। এই কাজ হওয়ার ফলে জলের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বহু টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় এবং জলের স্তর নিচে নেমে যাওয়ায় মানুষের অসুবিধা মধ্যে পড়তে হয়। তাহার এই কাজের জন্য এলাকার মানুষজন অনেকটা খুশি ও উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো।

Ganga গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

MORE NEWS – Govt: of West Bengal রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে।

কাজল মিত্র :-রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে। এমনই চিত্তরঞ্জন চক্রের প্রতিটি স্কুলেই এইভাবে স্থায়ী ভাবে সিমেন্টের বসার জায়গা এবং খাওয়ার থালা রেখে খাবার উঁচু জায়গা করা হচ্ছে। যাতে করে বাচ্চারা আরাম করে বসে খাবার খেতে পারে।আজ এমন এক আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল খাবার জায়গা
উদ্বোধন হলো হিন্দুস্তান কেবলস পুরনো কলোনির হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে সালানপুর ব্লকের চিত্তরঞ্জন চক্র এর তরফে
স্কুলের ফাঁকা জায়গায় রঙিন টিনের ছাউনির তলায় এই স্থায়ী খাওয়া – দাওয়ার বন্দোবস্ত হচ্ছে। বুধবার এই রকমই একটি স্থায়ী শেড ও খাওয়ার জায়গার এর সূচনা করলেন চিত্তরঞ্জন চক্রের বিদ্যালয় পরিদর্শক পাপিয়া মুখোপাধ্যায়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments