Modi Mamata Metting এদিন বিকেল ৫.৩০ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির আবাসনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি মুখোমুখি বৈঠক আয়োজিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত বকেয়া মেটানোর দাবি করেন। বিগত করোনা আবহের পাশাপাশি রাজ্যে দেখা যায় পরপর সাইক্লোন ঝড় । ক্ষয়ক্ষতির পরিমাণ ও অনেক। কোথাও দেখা দিয়েছে বন্যা , কোথাও দেখা গিয়েছে বাড়ির উপর গাছ পড়েছে, অথবা কাঁচা বাড়ির ছাদ ঝড়ে উড়িয়ে নিয়েছে, গাছ ভেঙে পোস্টারের উপর পড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে, দিতে হয়েছে তাদের থাকা এবং খাওয়ার সামগ্ৰী । কিন্তু মেলেনি কেন্দ্র থেকে কোনো আর্থিক সহায়তা।
এমনকি করোনা আবহকালে স্কুলে যে সমস্ত মিড ডে মিল দেওয়া হয়েছে তা রাজ্যের নিজস্ব তহবিল থেকে, সেক্ষেত্রেও কোনোরকম সাহায্য পাওয়া যায়নি। রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প সহ ঘাটাল মাস্টার প্ল্যান, স্বচ্ছ ভারত মিশন, বুলবুল , ইয়াস দুর্যোগ , প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সমগ্ৰ শিক্ষা মিশন ইত্যাদি যাবতীয় কার্যকলাপের জন্য সমস্ত বকেয়া মেটানোর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমস্ত বকেয়া বাবদ মোট অর্থ ১লক্ষ ৯৬৮কোটি টাকা। উক্ত ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য ৬হাজার ৫৬১ কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যান বাবদ ৭৪৩ কোটি টাকা, মিড ডে মিলের জন্য ১৭৪ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৪৪ কোটি টাকা, বুলবুল ঝড় বাবদ ৬হাজার ৩৩৪ কোটি এবং ইয়াস দুর্যোগের জন্য ৪হাজার ২২ কোটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ ৯ হাজার ৩২৯ কোটি ও সমগ্ৰ শিক্ষা মিশনের জন্য ১৫ হাজার ৮৬৪ কোটি টাকা পায় রাজ্য ।
Modi Mamata Metting মমতা-মোদী বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে সমস্ত বকেয়া।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক রোগীর
তোলা না দেওয়ায় বেসরকারি কারখানার আধিকারিককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, গ্রেফতার তিন তৃনমূল কর্মী
এদিন বিকেলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে সমস্ত টাকা মেটানোর জন্য আবেদন করেন । প্রায় ৪৫ মিনিট চলতে থাকে এই বৈঠক। অবশেষে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কি হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।