Monday, January 13, 2025
- Advertisement -

Parulia Rajpara গ্রামে গ্রামে গিয়ে সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সামনে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের পথে ১১বছর পূরন হওয়ার ফলে ১১বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রচার । ডা: হা: ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে পারুলিয়া অঞ্চলে (Parulia Rajpara) সকল মানুষের তাদের সমস্যা সমাধান করতে রাজপাড়া,শেখ পাড়া সহ প্রত্যেক পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয়। সঙ্গে ছিলেন পম্পা হালদার সহ আরও অন্যান্য অঞ্চলের নেতা কর্মীরা। ডা:হা: ব্লক১ যুব সভাপতি গৌতম অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে সামনে রেখে এই অনুষ্ঠান করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু, সবুজ সাথী, দুয়ারে রেশন থেকে শুরু করে একাধিক প্রকল্প সফল হওয়ার ফলেও যাহারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই এমন উদ্যোগ।

এবং রাজ্য সরকারের এই সুযোগ সুবিধা থেকে যাহারা বঞ্চিত হচ্ছে ব্লক১ যুব সভাপতি তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষ কে জিজ্ঞেস করছেন ,এবং দ্রুত সমাধান করার চেষ্টা করেন। লক্ষ্মীর ভান্ডার থেকে কেউ বঞ্চিত হচ্ছেন কি না,অনেকে হাত তুললে তিনি জানান সামনে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে সেখানেই সেই প্রকল্পের আওতায় আসবেন,পাবেন লক্ষ্মীর ভান্ডার পরিষেবা। পাশাপাশি রাজ্য সরকারের এগারো বছর পূর্নতার সমস্ত প্রকল্পের প্রচার করেন।

Parulia Rajpara গ্রামে গ্রামে গিয়ে সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

MORE NEWS – Diamond Harbour প্রশাসনিক করনে দ্রুত সমস্যা সমাধান করতে জনসংযোগ সভা কর্মসূচির সূচনা।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-  জেলাসদর আলিপুরে যেতে অনেকটা পথ অতিক্রম করে জেলাশাসকের অফিসে গিয়ে জানাতে হয় অভিযোগ। এর ফলে জেলার মানুষের যেমন সময় নষ্ট করে দুর্ভোগ পোহাতে হয় তেমনি খরচা হয় বেশ কিছু টাকা।আর সেই কারণে সরকারি কাজের জন্য আর কোন অভিযোগ নিয়ে জেলা সদর অফিসে আসতে হবে না অভিযোগকারীর। জেলাশাসক এবং মহকুমা শাসকরাই এবার পৌঁছাবেন উপভোক্তাদের কাছে। তাই  শুক্রবার জনসংযোগ প্রকল্পের সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহকুমায় ।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের অফিসে এই প্রকল্পের মূল অনুষ্ঠানটি হয়। জেলার কাকদ্বীপ, বারুইপুর ও আলিপুর সদরের পাশাপাশি ডায়মন্ড হারবার(Diamond Harbour) এই প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments