Tuesday, March 25, 2025
- Advertisement -

Tarakaswar তারকেশ্বরের মন্দির সংলগ্ন রোড এলাকায় একটি হোটেল থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

- Advertisement -

কলম বড়া, পূর্ব বর্ধমান:- Tarakaswar  তারকেশ্বরের মন্দির সংলগ্ন রোড এলাকায় একটি হোটেল থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এদিন শুক্রবার মন্তেশ্বরে বাড়িতে ওই দুজনের বাড়িতে শোকের ছায়া ছবি ধরা পড়ল। মন্তেশ্বরের লোহার গ্রামে বাড়ি মৃত ওই যুবক বাপন ঘোষ এবং পূজা হাজরার। দুজনই বিবাহিত যদিও পূজা স্বামী পরিত্যক্তা। এরপরই ফোন মারফত দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বিগত চারদিন আগে তারা পালিয়ে যায়। এরপরই গতকাল তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর এদিন শুক্রবার তারকেশ্বর এলাকায় একটি হোটেল থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই মন্তেশ্বরের লোহার গ্রামে দুটি পরিবারেই নেমেছে শোকের ছায়া।Tarakaswar তারকেশ্বরের,Tarakaswar তারকেশ্বরের

মৃত বাপন ঘোষের মা তিনি জানান, ছেলের সাথে ওই মেয়ের সম্পর্ক আছে মাসখানেক আগে জানতে পেরেছিলাম। ছেলেকে বারবার বুঝিয়েও ছিলাম কিন্তু ছেলে শুনেনি, আজ থানা থেকে এসে ছেলের মৃত্যুর খবর দেয় আমাদের। অপরদিকে পূজার মা তিনি জানান মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক আছে আমরা আগে জানতাম না। কয়েক দিন আগে মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ছেলের পরিবার থেকে এসে আমাদেরকে ঘটনা বলে, তারপর পুরো বিষয়টি জানতে পেরেছি। ঘটনায় শোকের ছায়া নেমেছে লোহার গ্রামে।

 

তারকেশ্বরের মন্দির সংলগ্ন রোড এলাকায় একটি হোটেল থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

MORE NEWS – ধীরে ধীরে হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান:- ধীরে ধীরে হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য আর যার ফলে কখনো খরা কখনও বৃষ্টি। তীব্র গরম থেকে মানুষ যাতে রেহাই পায়, যাতে বৃষ্টি হয় সেই লক্ষ্যেই পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হল বট এবং অশ্বত্থগাছ গাছের বিবাহ অনুষ্ঠান। কেন এই রকম গাছে বিবাহ অনুষ্ঠান? এ প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের তরফে এক জন তিনি জানান, বৃক্ষ ছেদনের ফলে প্রাকৃতিক ভারসাম্য ধীরে ধীরে লোপ পাচ্ছে। যার ফলে কখনো অনাবৃষ্টি, কখনো ব্যাপক বৃষ্টি, আবার কখনো খরা। সেই সঙ্গে এখন তীব্র গরম হলেও এখন বৃষ্টি প্রয়োজনে বৃষ্টি হচ্ছে না। আর তাই হিন্দু রীতি মেনে বট অশ্বত্থ গাছের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিবাহ উপলক্ষে হাজির হয়েছিলেন নিমন্ত্রিত হিসাবে স্থানীয় বাসিন্দারা। তাদের জন্য ছিল ভূরিভোজের ব্যবস্থাও বৃহস্পতিবার রাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments