Saturday, December 7, 2024
- Advertisement -

আজ আসাম সরকারের মেগাভেক্সিন বাগবাহার জিপিতে চলছে

- Advertisement -

দীপ দেব ,আসাম শিলচর:- সমগ্ৰ আসামের গ্ৰাম ও শহরে চলছে ভারত সরকারের প্রস্তুতকারী কোভিভ ১৯-র প্রতিষেধক টিকাকরন সম্পূর্ন বিনামূল্যে ।আজ বাগবাহার জিপিতে বিগত বসবাসকারী জনসাধারণের প্রত্যেক ঘরে-ঘরে গিয়ে ভারত সরকারের প্রস্তুতকারী কোভিভ ১৯ প্রতিষেধক টিকা প্রদান করছেন ডাঃ সন্তোষ রবিদাস,এ.এন.এম নাস্ মীনা মালাহ,

আশা কর্মী অঞ্জনা দাস, বিশ্বজিৎ দেবরায় প্রমূখেরা , তাদের এই কাজকে সেবামূলক কাজকে বাগবাহার জিপির জনগনেরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments