Saturday, December 7, 2024
- Advertisement -

 এগরা পৌরসভা এলাকায় লক ডাউনের ফলে ক্ষতির মুখে ব্যাবসায়ী

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি :- অতিমারি করোনা ভাইরাসের ফাঁদে পড়েছে পূর্ণ বিশ্ব। পূর্ণ বিশ্বে প্রায় দুই বছর ধরে ভাইরাস রাজ করছে।বহু মানুষ প্রাণ হারিয়েছেন, কেউ বা নিজ কাজ থেকে বঞ্চিত হয়েছেন। ভাইরাসের জেরে লক ডাউন পড়েছে সমস্ত এলাকায়।মাঝে মাঝে লক ডাউন তুলে নিলেও ফের লক ডাউন পড়েছে এলাকায়। এগরা পৌরসভা থেকে এলাকার ব্যাবসায়ীদের নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল। আলোচনা সভা থেকে নির্দেশিকা জারি হয়েছে যে, ১৬ ই জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতি ও রবিবার লক ডাউন থাকবে। এই লক ডাউনের ফলে ব্যাবসায় ক্ষতি হচ্ছে ব্যাবসায়ীদের। এরকম দৃশ্য ধরা দিয়েছে এগরা’য়। ব্যাবসায়ী রা ক্ষোভ প্রকাশ করছেন।

আশায় আছেন ব্যাবসায়ীরা , যাতে ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে লক ডাউন তুলে নেওয়া হয়। পৌরসভা’র খবর , ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে লক ডাউন তুলে নেওয়া হবে। পৌর প্রশাসকের উপর নির্ভরশীল হয়ে রয়েছেন সবাই।

এগরা পৌরসভা এলাকায় লক ডাউনের ফলে ক্ষতির মুখে ব্যাবসায়ী

দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী

করোনা বিধি মেনে মেলা, ও বিয়ে বাড়িতে সর্বোচ্চ 200 জন উপস্থিতি জারি নবান্নের নতুন নির্দেশিকা

More News – পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মাঠে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস

শুভ চক্রবর্তী ,পশ্চিম মেদিনীপুর :- পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মাঠে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলার বিভিন্ন জায়গায় কর্মশালার আয়োজন শুরু করল। বুধবার কেশপুর ও ঘাটাল শাখার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হলো। আগামী পৌর নির্বাচনে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দেবার জন্য শিক্ষক সমাজকে শামিল হওয়ার আহ্বান জানানো হয় এ দিনের সভা গুলি থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে। প্রতিটি সভাতে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের উদ্দ্যেশ্যে অনিমেষ বাবু বলেন করো না পরিস্থিতির সময় রাজ্য সরকারের প্রতিটা দপ্তর সমস্যার সম্মুখীন হলেও একমাত্র শিক্ষা দপ্তর কে দুহাতে আগলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের উচিত নির্বাচনে তার হাত শক্ত করা। আগামী পৌর নির্বাচনে প্রতিটি পৌরসভায় শিক্ষক মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়ের Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments