Saturday, December 7, 2024
- Advertisement -

কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:- সোমবার , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনেই ক্রান্তি পুলিশ প্রশাসনের ঐকান্তিক উদ্যোগে “পাশে আছি” আত্মপ্রকাশ পেল। এদিনের অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদ্মশ্রী করিমুল হক ও ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, বলেন ক্রান্তি ফাঁড়ির “পাশে আছি” বার্তার মাধ্যমে যে খাবার আয়োজন উদ্যোগ নিয়েছেন ক্রান্তি পুলিশ প্রশাসন তার জন্য ধন্যবাদ জানালেন। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুন জানালেন, আজকের দুস্থ মানুষদের দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়েছে আজকে ৬০ জন খেয়েছেন, এবং ক্রান্তি পুলিশ উদ্যোগে প্রতি সোমবার করে দুঃস্থ মানুষদের আহারের ব্যবস্থা করা হবে। ক্রান্তি পুলিশ এহেন উদ্যোগকে এলাকার মানুষের সাধুবাদ জানিয়েছেন।

কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।

MORE NEWS – TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বাঁকুড়া:- TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। TV 20 বাংলা খবরের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সংসারে তাদের নিত্য অভাব। রোজই প্রায় নুন আনতে পান্তা ফুরায়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক চিলতে মাথাগোঁজার ঠাঁই রয়েছে পিন্টু কেওরার। সেটিও প্রায় ভেঙে পড়ার উপক্রম। এরমধ্যে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি। মেয়ের হার্ট ফুটো। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে ছোট্ট শিশুটির। রাজোনার হার্ট অপারেশন করতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবুরা। তার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। কোথায় পাবেন সেই টাকা? তাই চিন্তায় ঘুম ছুটেছে কেওরা পরিবারের। আমাদের চ্যানেলে খবর প্রকাশিত হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। এদিন তিনি ওই পরিবারের বাড়িতে যান দেখা করেন সকল সদস্যদের সঙ্গে। CONTINUE READING

সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে বাদুতে প্রভাতফেরি৷ 

রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ কে সম্মান জানাতে শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন তার প্রতিচ্ছবি।

অভিনব কায়দায় দুই প্রতারক কে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments