নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- সারারাত ধরে চলল স্বামী-স্ত্রীর মধ্যে বচসা অশান্তি তারপরই সব শেষ। মৃত শান্তা বিশ্বাস এবং স্বামী বিশ্বনাথ বিশ্বাসের মধ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত অশান্তি চলছিল। স্থানীয়দের দাবি, শনিবার সকালেও দু’তিনবার স্বামী বিশ্বনাথ বিশ্বাসকে ঘরে ঢুকতে বেরোতে দেখেছেন স্থানীয়রা। ঘরের ভেতর বিছানা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আশ্রাবাদ কলোনি এলাকায়। মৃতার নাম শান্তা বিশ্বাস (৩৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গৃহবধূ ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা ডাকাডাকি করলেও গৃহবধূর কোনও সাড়া মেলেনি। এরপর খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে গৃহবধূর দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, মৃত শান্তা বিশ্বাস এবং স্বামী বিশ্বনাথ বিশ্বাসের মধ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত অশান্তি চলছিল। স্থানীয়দের দাবি, শনিবার সকালেও দু’তিনবার স্বামী বিশ্বনাথ বিশ্বাসকে ঘরে ঢুকতে বেরোতে দেখেছেন স্থানীয়রা। গৃহবধূর মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার আগেই এলাকা থেকে চম্পট দেন স্বামী বিশ্বনাথ বিশ্বাস, এমনটাই দাবি স্থানীয়দের।
গভীর রাত পর্যন্ত চেঁচামেচি, তারপর সব চুপ! অশোকনগরে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা৷
MORE NEWS – বরাকর ঝাড়খন্ড বাংলা সীমানায় নাকা তল্লাশির সময় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা উদ্ধার।
কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে পশ্চিমবর্ধমান জেলার 21টি জায়গায় 24 ঘন্টা চলছে নাকা তল্লাশি।এই উপ-নির্বাচন ঘোষণার পর থেকেই সব জায়গায় এই তল্লাশি অভিযান চলছে।পুলিস সূত্রের খবর, নাকা তল্লাশিতে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ৩০ লাখের বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার সকালে রুণাকুরা ঘাট থেকে 17 লক্ষ টাকা উদ্ধারের পর একইদিনে সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির পুলিশ রামনগর নাকায় কুলটির সাঁকতোড়িয়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা বাজেয়াপ্ত করে। গতকাল রাতে তিনি বরাকার যাচ্ছিলেন।তদন্তকালে তিনি নগদ অর্থের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। CONTINUE READING