উজ্জ্বল সরকার টিভি ২০ বাংলা :-
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ চরণ পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে এক অস্ত্র বিক্রেতা কে অস্ত্র সহ গ্রেপ্তার করলো। ধৃতের নাম দিলীপ মন্ডল, বাড়ি মগরাহাট এর চাকদহ এলাকায়. তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা লং ব্যারেল পাইপগান, দুই রাউন্ড কার্টুজ. রাত্রি ন’টা নাগাদ বারুইপুর পুলিশ স্টেশনে সূত্র মারফত একটি খবর আসে যে গোচরণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে এস আই রনি সরকারের নেতৃত্বে একটি পুলিশ টিম সেখানে পৌঁছে যায় এবং রাত্রি সাড়ে নটা নাগাদ গোচরণ পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে একটা লং ব্যারেল পাইপগান ও দুই রাউন্ড কার্টুজ সহ ধরা হয়। একটি সাইট ব্যাগের মধ্যে দুটো পাটে বন্দুকটি রাখা ছিল। ধৃত কে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে.কার কাছে অস্ত্র বিক্রির জন্য যাচ্ছিল, অস্ত্র কোথা থেকে আনছিল তা পুলিশ তদন্ত করে দেখছে.