অবশেষে সাংবাদিক বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সৃষ্টি হত্তয়া বিতর্কের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে শহীদ দিবস ধর্মতলায় পালন করার পর সাংবাদিক বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেস। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। উক্ত বৈঠকে কেন ভোট দান প্রক্রিয়া থেকে বিরত থাকবে তৃণমূল সেবিষয়ে মতামত রাখেন সভাপতি। শাসক দলের পক্ষ থেকে কয়েকটি নাম নথিভুক্ত করা হলেও কোনো আলোচনা ছাড়াই এই নির্বাচনে নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে একদিকে রয়েছে NDA প্রার্থী জগদীশ ধনকড় যিনি বারংবার একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করেন সেক্ষেত্রে তাকে সমর্থন করা হবে না বলে জানিয়েছেন, অন্যদিকে রয়েছে মার্গারেট আলভা, এই দুই প্রার্থীকে ভোট দান করা ছাড়াও আরো একটি পদ্ধতি হল ভোটদান থেকে বিরত থাকা। সেক্ষেত্রে দলের সকল সাংসদের সাথে আলোচনা করা হয় এবং ৮৫ শতাংশ সাংসদের মতামত অনুযায়ী তারা এতদ সিদ্ধান্ত নেন। অর্থাৎ আগামী ৬ তারিখ এই নির্বাচনে অনুপস্থিত থাকবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান করবে না সে বিষয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান” উপরাষ্ট্রপতি নির্বাচনে আপনি যদি বিরোধী প্রার্থীকে ভোট দেন তাহলে বিরোধী ঐক্য আর আপনি যদি ভোট না দেন তাহলে বিরোধী ঐক্য নেই এই বিষয়ে আমি একমত নই”। তিনি সাংবাদিক বৈঠকে বারবার জানাতে থাকেন যেহেতু ৩৫ জন সাংসদ থাকা সত্ত্বেও কোনোরকম আলোচনা ছাড়াই প্রার্থী নির্বাচন করা হয় তাই উক্ত ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ তাই সকলেই তাদের ব্যক্তিগত মতে ভোট দিতে পারবে।