Wednesday, January 22, 2025
- Advertisement -

নদীয়া জেলা জিমন্যাস্টিকস আ্যসোসিশন এর উদ্যোগে তিন দিন ব্যাপি গ্রীষ্ম কালীন ক্যাম্প।

- Advertisement -

 

গোপাল বিশ্বাস নদীয়া :-

শরীর এক মন্দির, সাস্থই সম্পদ এই কথা গুলো আমার সকলেই জানি।
আর শরীর কে ফিট আর চনমনে রাখতে গেলে জিমন্যাস্টিকস এর গুরুত্ব যেমন অপরিসীম পাশাপাশি ও অন্যতম প্রধান উপায়। যা বেশির ভাগ টাই আমাদের ছোটবেলা থেকে করার অভ্যাস করতে হয়।
বিশেষ করে ছাত্র ছাত্রী দের পড়াশোনার পাশাপাশি এই অভ্যাসটা শরীর কে যেমন ফিট রাখতে সহায়তা করে তেমন পড়াশোনায় মনোনিবেশও বাড়াতে সাহায্য করে।
সমাজের সকলের মধ্যে জিমন্যাস্টিকস এর গুরুত্ব তুলে ধরতে ও এটা নিয়ে সকলের মধ্যে উৎসাহ ও প্রেরনা জোগানোর লক্ষ্যে নদীয়া জেলা জিমন্যাস্টিকস আ্যসোসিশন এর উদ্যোগে আয়োজন করে তিন দিন ব্যাপি গ্রীষ্ম কালীন ক্যাম্প।

নবদ্বীপ শহরের প্রতাপ নগর এলাকায় দেহ সৌষ্ঠব ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিবির।
প্রশিক্ষক অরূপ দাস জানায় নবদ্বীপ সহ অন্যান্য অঞ্চল থেকে আসা মোট ৮০ জন ছাত্র ছাত্রী এই বিশেষ শিবিরে অংশ নেয়।
নবদ্বীপে দু দিন ও হালি শহরে এক দিন এই বিশেষ শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হচ্ছে সাথে
জিমন্যাস্টিকস বিষয়েও বেশ কিছু তথ্য সকলের মধ্যে আলোচনা করা হয়, যাতে সকলে এই বিষয়টা নিয়ে উৎসাহিত হতে পারে।

শহরের বুকে এধরণের বিশেষ প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments