Wednesday, December 4, 2024
- Advertisement -

নিজের মাথায় নিজে গুলি করে আত্মঘাতী যুবক নদীয়ার হরিণঘাটায়।

- Advertisement -

Tv20 Bangla:- নিজের মাথায় নিজে গুলি করে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটে রবিবার ৮ টা ২০ মিনিট নাগাদ নদীয়ার হরিণঘাটার বিরোহীতে। মৃত যুবক হরিণঘাটা বিরোহীর নামকরা পরিবার রায় পরিবারের ছেলে পার্থেশ রায়। আগামী ২২ শে এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া দিন ঠিক হয়েছিল। বিয়ের তোরজোর চলছিল বাড়িতে। বিরহী বাজারে রায় পরিবারের নিজেদের বাড়িতে দোতলার একটি আবদ্ধ ঘরে। স্থানীয় ব্যক্তিরা গুলির শব্দ পেয়ে ছুটে যায় রায় বাড়িতে। দেখা যায় রায় বাড়ি দোতালার একটি ঘরে রায়বেরিলি এক সদস্য নিজের গলার নিচে গুলি করে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এক একে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এবং রায় পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় হরিণঘাটা থানা। ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল। মৃতদেহের পাশ থেকে একনলা রাইফেল উদ্ধার করে পুলিশ। এই মৃত্যুর কারণ কি তার তদন্তে শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।

নিজের মাথায় নিজে গুলি করে আত্মঘাতী যুবক নদীয়ার হরিণঘাটায়।

MORE NEWS – আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প। তার সঙ্গে চীন থেকে আমদানি করা প্লাস্টিকের জিনিস এই শিল্পকে আরো স্তব্ধ করেছে। একসময় বাঁশের তৈরি ঝুড়ি কুলো সহ ঘর সাজানোর সামগ্রী তৈরি করে ভালোই সংসার চলতো এই শিল্পীদের। কিন্তু কালের স্রোতে বর্তমানে এই জায়গা নিয়ে বসেছে প্লাস্টিকের সামগ্রী। তার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় ঝুড়ি থেকে কুলো সবই। তাই জীবন-জীবিকায় টান পড়েছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার শাশপুরের হলদিপাড়ার ডোম সম্প্রদায়ের মানুষদের। একসময় বংশপরম্পরায় তারা এই বাঁশের তৈরি সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন। সেইসব বাঁশের ঝুড়ি কুলোর চাহিদা ছিল ভালোই। কিন্তু ওই মানুষদের শিল্প সামগ্রীতে থাবা বসিয়েছে চীন থেকে আমদানি করা তুলনামূলক কম দামে সংসারের প্রয়োজন মেটানোর সেই সমস্ত সামগ্রী। CONTINUE READING

চিত্তরঞ্জন শহরের বুকে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু এক স্কুল ছাত্রের এলাকায় শোকের ছায়া।

দুষ্কৃতীদের লাগিয়ে দেওয়া আগুনে আবারো বাংলা নববর্ষের দিনে কয়েক হাজার জীবন্ত গাছ সহ ক্ষতি হলো বহু কীট পতঙ্গ।

গমের নাড়া পুরাতে গিয়ে ঝলসে গেল আম ভর্তি ১২ টি আম গাছ, দুশ্চিন্তায় আম চাষী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments