মেহেবুব মাসুম :- গোয়ায় ঘাসফুল ফোটাতে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী প্রকল্প’ চালুর প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের নজরে গোয়ার মহিলা ভোট। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করে সেকথা জানিয়েছে। তৃণমূলের তরফে টুইটে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি মাসে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মতো ‘গৃহলক্ষ্মী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার ফলে স্থানীয় মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। মহিলারা বছরে ৬০ হাজার টাকা পাবেন। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রায় সাড়ে তিন লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি তৃণমূলের। পশ্চিমবঙ্গে
প্রসঙ্গত, বাংলার প্রতিটি পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে, গত ১৭ মার্চ নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উল্লেখ করে তৃণমূল কংগ্রেস। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে নতুন প্রকল্প শুরু করা হবে। আর বিপুল ভোটে রাজ্যে টানা তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার ২ মাস পর লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডারের পর গোয়ায় ‘গৃহলক্ষী প্রকল্প’
More News- অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাব তৈরি করলেন এগরার তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত সাউ
চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- তৃনমূল কংগ্রেসের দলে নবরূপে অংশগ্রহণ করার পর এগরায় প্রথম ‘অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাব ‘তৈরি করলেন তৃনমূল নেতা জয়ন্ত সাউ। জয়ন্ত সাউ বলেন, এগরার তৃণমূল নেতা রূপে আমি এগরার বাসিন্দাদের পাশে থাকবো। পাশে থাকার পাশাপাশি এলাকার বাসিন্দাদের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবো। তৃণমূল নেতা হিসাবে এটাই আমার মূল কর্তব্য। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত সাউ দলের হয়ে লড়াই করেছেন ও বাসিন্দাদের প্রতি মুহূর্তে যথেষ্ট সাহায্য করেছেন। Continue Reading