নিজস্ব প্রতিনিধি , পাএসায়ের :-সাত সকালে মাঝ বয়সী মহিলা হাতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র রেঞ্জের ময়রা পুকুর এলাকায়। গত কয়েকদিন ধরেই পাত্রসায়ের সোনামুখী জঙ্গলে৭৫ থেকে ৭৭ টি বুনো হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যা হলেই জঙ্গল লাগোয়া ধান জমিতে ব্যাপক ক্ষতি করছিল হাতির দলটি। শুক্রবার ময়রা পুকুর এলাকায় ধান জমিতে একটি মাঝ বয়সী মহিলা হাতির মৃতদেহ উদ্ধারে প্রশ্ন চিহ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। এই খবর আশে পাশের এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা ও বাঁকুড়া উত্তর বন বিভাগের ডি এফ ও। তবে ঠিক কি কারণে হাতিটির মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে বন দপ্তর ।
গ্রামবাসীরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েও জানান, ঠিক কি কারণে হাতি মারা গেছে তা আমরা জানিনা। তবে বন দপ্তরের গাফিলতির কারণে বারবার হাতি লোকালয়ে প্রবেশ করে সাধারন গরিব কৃষকের ফসলের ক্ষতি করছে বলে জানান তারা। আমরা বন দপ্তরের কাছে আবেদন রাখছি দ্রুত হাতে গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুবন্দোবস্ত করুক। বাঁকুড়া উত্তর বন বিভাগের ডি এফ ও কল্যাণ কুমার রায় ফোনে জানান, তদন্ত শুরু হয়েছে ঠিক কি কারণে হাতিটি মারা গিয়েছে। ময়না তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
পাত্রসায়র রেঞ্জের ময়রা পুকুর এলাকায় মাঝ বয়সী মহিলা হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো ।
More News – প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়, মোমবাতি জালিয়ে ১মিনিট নিরবতা পালন করে পঞ্চায়েত মন্ত্রীর প্রতি স্রদ্ধা জানিয়েছেন আশুরালি দক্ষিণ সংসদের কতৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :- শেষ রক্ষা হল না৷ প্রয়াত হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। দীপাবলির আলোর রোশনাই বদলে নেমে এল অন্ধকার৷ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার অর্থাৎ শ্যামা পূজার দিন রাতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এস এস কে এম হাসপাতালে ৯.২২ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুর খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন৷ তাঁর বর্তমান বয়স হয়েছিল ৭৫ বছর৷ ১৯৭১ সালে সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ থেকে প্রথম বিধায়ক হন৷ ১৯৭২ সালে আবার দ্বিতীয়বার বিধায়ক হন৷ কলকাতা পুরসভার মেয়রও ছিলেন তিনি ৷ পঞ্চায়েত দফতর ছাড়াও একাধিক দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত বাবু। Continue Reading