Saturday, December 7, 2024
- Advertisement -

ফের বড়সড় সাফল্য পেল সাগরদিঘী থানার পুলিশ, হেরোইন সহ গ্রেপ্তার ১যুবক

- Advertisement -

মেহেবুব মাসুম :- আবারও বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার পুলিশ। সোমবার গোপনসুত্রে খবর পেয়ে ৩৪ নং জাতীয় সড়কে সেখ দীঘি বাস স্ট্যান্ডের কাছে ওৎপেতে থাকে সাগরদিঘী থানার পুলিশ। সোমবার ভোর রাতের দিকে এক যুবককে ওই রাস্তা দিয়ে আসতে দেখতে পায় পুলিশ তার কাছে একটা ব্যাগ ছিল। তাকে সন্দেহ জনক মনে করে তাকে পুলিশ আটক করে,আটক করলে তার কাছে থাকা ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়। হেরোইন সহ ঐ যুবকে তড়িঘড়ি আটক করে পুলিশ। ধৃত ব্যাক্তির নাম সামিরুল ইসলাম। তার বাড়ী রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায় । পুলিশ সূত্রে জানা যায় হাত বদলের উদ্দেশ্যে সে সাগরদীঘি সেখ দীঘি বাসষ্ট্যান্ড এলাকায় আসে । সাগরদীঘি থানার পুলিশ তাকে আদালতে তোলে আদালতে তোলা হলে তাকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে আবেদন জানান সাগরদীঘি থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে সাগরদীঘি থানার পুলিশ।

ফের বড়সড় সাফল্য পেল সাগরদিঘী থানার পুলিশ, হেরোইন সহ গ্রেপ্তার ১যুবক

বাংলার পাশাপাশি তামিনাড়ুর ট্যাবলো ও বাতিল করা নিয়ে রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ

করোনা বিধি মেনে ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ১৫৫ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হবে আজ তার শুভ সূচনা হলো

More News- বাঁকুড়া :- করনা সংক্রমণ ঠেকাতে আবারো রাস্তায় নামলো পুলিশ

শীত পড়তেই রাজ্যের করোনা সংক্রমনের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে । সে কথা মাথায় রেখে রাজ্য সরকার গতকাল বেশ কিছু বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। বাইরে বেরোলে মাস্ক বাধ্যতামূলক, জমায়েত করা চলবে না, সেলুন বন্ধ রাখা সহ একাধিক বিধিনিষেধ আরোপ করেছেন রাজ্য সরকার। সরকারের নির্দেশিকা কে সাধারণ মানুষ যাতে মান্যতা দেয় তার জন্য পথে নেমেছে বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং ইন্দাস থানার সহযোগিতায় ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারীর নেতৃত্বে ইন্দাস থানার কর্মরত এস আই কৃষ্ণ কান্ত ব্যানার্জি তার সহকর্মীদের নিয়ে হাজির হয়েছিলেন আকুই গ্রামে। সেখানে বিনা মাস্কে পথ চলতি মানুষদেরকে কখনো ধমক দিয়ে আবার কখনো ভালোবেসে মাস্ক পরতে বাধ্য করেন। আবার পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments