Friday, April 25, 2025
- Advertisement -

ফোনে হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে – গ্রেফতার মুল অভিযুক্ত 

- Advertisement -

 

ফোনে হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে – গ্রেফতার মুল অভিযুক্ত

নিউজ ডেস্ক ব্যুরো :- উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। হাত ছাড়া উত্তরবঙ্গ পুনরায় ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়ে আছেন। ওদিকে নিশীথ প্রামানিক ও উদয়ন গুহর লড়াই অমরা সবাই জানি। সেই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহাকে ফোন করে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন একজন। উদয়নের কথায়, “বুধবার রাত ১০টা ৪১। আমি তখন প্রচার করে ফিরছি। সেই সময় আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। আমি সবসময়ই ফোন রিসিভ করি। ফোনটা ধরার সঙ্গে সঙ্গে বলছে ‘কে বলছেন’? আমি বললাম, ‘ফোনটা করলেন আপনি, আর আমি বলব কে বলছি?” তখনই ওপার থেকে নোংরা ভাষায় গালিগালাজ করা শুরু করেন মন্ত্রীকে।

উদয়ন গুহ বলেন, “বলছে ‘শালা উদয়ন গুহ’। বলে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। বলছে ‘দিনহাটায় গিয়ে তোকে খুন করা হবে। কোন বাবা তোকে আটকায় দেখি’। আমি বাড়িতে ফিরেই পুলিশকে জানিয়েছি। পুলিশের কাছ থেকে যা খবর পেয়েছি, ফরাক্কায় তাকে ধরেছে। আজ সকালে দিনহাটা থানায় এফআইআর করেছি।” পুলিশ ইতিমধ্যে সেই ফোন নম্বর ধরে একজনকে গ্রেফতার করেছে। অবশ্য তার কোনো রাজনৈতিক পরিচয় এখনও জানা যায় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments