Wednesday, December 4, 2024
- Advertisement -

বনধের প্রথম দিনে অত্যন্ত সক্রিয় পুলিশ প্রশাসন।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 28 ও 29 শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও বাঁকুড়া জেলার সোনামুখী পাত্রসায়ের ইন্দাস এলাকায় সেভাবে বনধের কোনো প্রভাবই পড়েনি। তার উপর বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক ছিলেন। সোমবার বনধের প্রথম দিনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোনামুখী সার্কেল সি আই গৌতম তালুকদার ও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল পাত্রসায়ের থানার বিভিন্ন প্রান্তে টহল দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি সোনামুখী ও ইন্দাসেও একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সেখানেও বিভিন্ন প্রান্তে অত্যন্ত সক্রিয় ছিল প্রশাসনিক আধিকারিকরা । অন্যান্য দিনের মতো আজও বাজার ঘাট খোলা ছিল রাস্তাঘাটে সাধারণ মানুষ বেরিয়েছেন বাজার ঘাট করেছেন।

বনধের প্রথম দিনে অত্যন্ত সক্রিয় পুলিশ প্রশাসন।

MORE NEWS – আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU।

অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর:- আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU। কৃষক সভা এবং CITU যৌথ উদ্যোগে এদিন কনভেনশনও করা হয় চোপড়ায় CPIM দলীয় কার্যালয়ে। কনভেনশন শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোটা চোপড়া বাজার পরিক্রমা করে।  মিছিলে উপস্থিত ছিলেন CITU জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, কৃষক সভা রাজ্য কমিটির সদস্য পরিতোষ রায়, সিপিআইএম এরিয়া ১ নং কমিটির সম্পাদক কার্তিক শীল, সিপিআইএম এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক বিষ্ণুপদ দাস প্রমূখ। CONTINUE READING

ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস মিসাইল ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করনের সফল পরীক্ষা করলো D R D O

প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব

আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে

রাজ্য স্বাস্থ ও পরিবার কল্যাণ দফতরের স্টাফ রিক্রিয়াসন ক্লাবের উদ্যোগে আজ বুধবার বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এক রক্তদান শিবির ও কোভিড যোদ্ধাদের জন্য সরঞ্জাম দেবার ব্যাবস্থা করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments