Wednesday, December 4, 2024
- Advertisement -

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে ফের ভাঙ্গন পদ্ম শিবিরে

- Advertisement -

স্বরূপ সনগিরি বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে ফের ভাঙ্গন পদ্ম শিবিরে । বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে ফের ভাঙ্গন পদ্ম শিবিরে । কয়েকমাস আগেই বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন বিজেপি সদস্য জেলা তৃণমূল ভবনে গিয়ে তৎকালীন জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে শাসক দলে যোগদান করেন। এরপর বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটাভুটি তে হাত ছাড়া হয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতর । জেলার তৃণমূল ভবনে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের হাত ধরে বিজেপির সারেঙ্গা ব্লকের মন্ডল 2 সভাপতি রাজীব সেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । যোগদান করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপির কিছু কাজের ভুলে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলাম না ।

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে ফের ভাঙ্গন পদ্ম শিবিরে

তিনি আরো বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমি খুব খুশি, সেই সঙ্গে সারেঙ্গা ব্লক তৃণমূল নেতৃ বৃন্দের কার্য কলাপে আমি খুব সন্তুষ্ট, তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম । তৃণমূলের দাবী উন্নয়নে সামিল হতে বিজেপির সারেঙ্গা ব্লকের মন্ডল 2 সভাপতি রাজীব সেন এর তৃণমূলে যোগদান । যোগদান প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন রাজীব সেনের সঙ্গে আরো 60 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে যোগদান করেন তিনি আরো বলেন অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন আমরা জেলা স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেব কাদের দলে নেওয়া যায় ।

More News – মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার।

মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার। “প্রশাসন সর্বদা মানুষের পাশে” তা আরো একবার প্রমাণ করলো ছাতনা থানা। এবার দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালো ছাতনা থানার পুলিশ। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাতনা থানাতে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ছাতনা থানার আই সি আশীষ জৈন মহাশয়। Continue Reading

More News – বাংলাদেশ পুলিশের প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ তাঁদের সহধর্মিণীগণের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত

মুকিতুর রহমান, বাংলাদেশ :- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম বার দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের প্রতি আহবান জানিয়েছেন। আইজিপি আজ (২৩ জানুয়ারি ২০২২) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত সাত জন অতিরিক্ত আইজির র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

আইজিপি বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদেরকে সেবা দিতে হবে। তিনি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments