বাঁকুড়া :- সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রচার সারা বাংলা জুড়ে চলছে। আজ বাঁকুড়া জেলার জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারকে সামনে রেখে। ছাতনা থানা, ঝান্টি পাহাড়ি পুলিশ ফাঁড়ি ও কমলপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা করা হলো। 65 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারিদের জন্য যেমন ছিল বিশেষ পুরষ্কার। তেমনি প্রত্যেক প্রতিযোগীর জন্য ছিল পেন, খাতা, জলের বোতল ও মিষ্টি সামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা থানার আইসি আশীষ জৈন, ঝাঁন্টি পাহাড়ি পুলিশ ফাঁড়ির এস আই অমিতাভ পান্ডা এবং কমলপুর পুলিশ ফাঁড়ির এস আই পিন্টু পাল মহাশয়।
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানা, ঝান্টিপাহাড়ি পুলিশ ফাঁড়ি এবং কমলপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা
নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়তেই তৎপর বারাসাত জেলার পুলিশ
More News- শীতের পারদ নামতেই নলেন গুড়ে মজেছে আপামর বাঙালি
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ বাঙালি বড্ড বেশি ভোজন রসিক। জামাই ষষ্ঠীর পর আষাঢ়ের বৃষ্টি শুরু হতেই বাঙালি ছোটে মাছের বাজারে ইলিশের খোঁজে। শারদ উৎসবের শুরু হতেই হেঁসেলে গিন্নি খোঁজেন শীতের সব্জি। ঠিক সেই সময় বিজয়ার নাড়ু নিয়ে ব্যস্ত থাকেন ঠাকুমা দিদিমারা। শারদ উৎসব পেরোলেই শীতের আমেজ। নতুন ধান ঘরে ওঠার পালা। এবার বাঙালির সন্ধানে আসে খেজুরের রস ও খেজুর গুড়। নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয়। ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়তে থাকে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হাড়ে হাড়ে টের পায় মানুষ জন।
সেই সময় আপামর বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান। সেই পিঠে-পুলি তৈরিতে চাই নলেন গুড়। হরিরামপুর ব্লকের বরভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন। প্রতি বছরই খেজুর গাছ থেকে রস বের করে নলেন গুড় তৈরি করেন বছর ৫০-এর সুরেশ বাবু। তিনি প্রায় ৮ বছর ধরে এই কাজ করে আসছেন। Continue Reading