Friday, June 13, 2025
- Advertisement -

বিশ্বের অন্যতম মহাকাশ পুরস্কার পেতে চলেছে ভারত 

- Advertisement -

 

বিশ্বের অন্যতম মহাকাশ পুরস্কার পেতে চলেছে ভারত

টিভি ২০ বাংলা ডেস্ক :- গত কয়েক বছর ধরে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ব্যাপক ফ্যাফল্য পাচ্ছে। সেই সাফল্যর স্বীকৃতি পেতে চলেছে ভারত। ভারতীয় বিজ্ঞানের ইতিহাসের নতুন মাইলফলক। বিশ্ব মহাকাশ পুরস্কার বা ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান-৩ মিশনের দুর্দান্ত সাফল্যকে মাথায় তুলে রাখতে এই বড় অ্যাওয়ার্ড পাবে ভারত। চলতি বছরেরই ২৪ অক্টোবর তারিখে ইতালিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসে এই পুরস্কার প্রদান করা হবে। স্বাভাবিক কারণেই ইসরোর বিজ্ঞানীরা এই খবরে খুবই উল্লোসিত। সারা পৃথিবীর নজর এখন ভারতের দিকে।

 

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ এর অবতরণের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে একটি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে, যা এখনও পর্যন্ত অন্য কোনও দেশ করতে পারেনি। চন্দ্রযান-৩ মিশন চাঁদে জলের উপস্থিতি নিশ্চিত করেছে, যা ভবিষ্যতের গবেষণা এবং সম্ভবত চাঁদে মানুষের জীবনের জন্য নতুন পথ খুলে দিতে পারে। ইসরোর চন্দ্রযান-৩ মিশন ইতিমধ্যেই এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড এবং লিফ এরিকসন লুনার প্রাইজের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার নিয়ে এসেছে। এবার পেতে চলেছে মহাকাশ গবেষণার শ্রেষ্ঠ পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments