নিশীথ দাস, রাজু দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাদুতে বর্ণাঢ্য প্রভাতফেরি অনুষ্ঠিত হলো সোমবার। বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বারাসাত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাঃ বিবর্তন সাহার পরিচালনায় এদিন সকালে গুস্তিযা মোড় থেকে বর্ণাঢ্য ওই শোভাযাত্রা ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সুসজ্জিত ও বর্ণাঢ্য ওই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বিবর্তন সাহা,কউন্সিলর ২১ নম্বর ওয়ার্ড ও প্রাক্তন কউন্সিলর আদিতি চক্রবর্তী সহ আরো অন্যান্য বিশিষ্ট বর্গ৷
সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে বাদুতে প্রভাতফেরি৷
MORE NEWS – বিশ্বকবি রবীন্দ্রনাথ কে সম্মান জানাতে শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন তার প্রতিচ্ছবি।
Tv20 Bangla:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তার প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। মূলত বিশ্বকবি কে সম্মান জানাতে তার এহেন উদ্যোগ। বীরেন বসাক এর আগেও একাধিক কৃতি ব্যক্তিদের প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন। কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন নদীয়ার শান্তিপুর কুলিয়ার এই তাঁত শিল্পি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সৌরভ গাঙ্গুলীর মতো ক্রীড়াবিদের ছবিও এর আগে শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। জামদানি শাড়ির ওপর তার এই অসাধারণ হাতের কাজ সকলকে মুগ্ধ করেছেন বীরেন বসাক। এ বিষয়ে তাঁতশিল্প বীরেন বসাক বলেন, যেহেতু 25 শে বৈশাখ আমাদের গর্বের কবি, CONTINUE READING
MORE NEWS – রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।
মানিকচক:- ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন। সোমবার,ক বিগুরু রবীন্দ্রনাথের ১৬১ তম জম্ম জয়ন্তী পালন করল মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিএী মিএের প্রতিনিধি সৌম্যদীপ সরকার, মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান, আশিষ সিনহা,অপু মন্ডল, CONTINUE READING
হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।