BIG BREAKING NEWS Tv20 Bangla:- বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে। মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে রবিবার গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃত দুজনের কাছ থেকে মোট ৩১ টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে । ধৃতদের তোলা হল খাতড়া মহকুমা আদালতে। জানা গেছে, এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিশ গ্রেফতার করেছিল। Birbhum,Birbhum
অপর ধৃত অর্কদীপ গোস্বামীকেও ২০১৮ সালে গ্রেফতার করেছিল গোয়ালতোড় থানার পুলিশ। চলতি বছর ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার দিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে শিবু মুর্মু সহ আরো এক সন্দেহভাজন মাওবাদী। সেই ঘটনায় টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামী সরাসরি যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে পুলিশ। ধৃত দুজনকে তোলা হল খাতড়া মহকুমা আদালতে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। এদিন আদালতে তোলার সময় ধৃতরা দাবি করেছে পুলিশ তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।
Birbhum বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।
MORE NEWS – সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত ২।
চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- আজ সন্ধ্যায় এগরা জীবন জ্যোতি নার্সিং হোমের সামনেই সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ।সাইকেল এর সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটোর যাত্রী পড়ে যান নিচে।সেই সঙ্গে সাইকেল চালক ও এসে পড়েন নিচে। কিন্তু টোটো চালক সময় পেয়ে চম্পক দিয়েছে। সাংঘাতিক এই অ্যাকসিডেন্ট এলাকায় নজর কেড়েছে। উল্লেখ্য,যাত্রীদের মধ্যে একজন সাংঘাতিক আহত হয়েছেন সঙ্গে সাইকেল আরোহী ও রয়েছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।পুলিশ এসে আহত টোটো যাত্রী ও সাইকেল আরোহীকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাডমিট করান। আহত ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় ও অন্যজন হলেন পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।বর্তমান আহত দুই ব্যাক্তি চিকিৎসাধীন। CONTINUE READING
প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।