Tuesday, March 25, 2025
- Advertisement -

Dumdum দমদমে ফের মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার।

- Advertisement -

নিশীথ দাস,TV-20 বাংলা:- Dumdum আবারও এক রহস্যমৃত্যু। দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনির ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক মডেলের ঝুলন্ত দেহ। মৃতার নাম বিদিশা দে মজুমদার। নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। বুধবার সন্ধ্যায় মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ টি ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে। বিদিশা তার বাবা ও মায়ের সঙ্গেই এই ভাড়াবাড়িতে । কী কারণে উঠতি মডেল অভিনেত্রী আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন না কি পেশাগত কারণে মডেল অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন তার তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মডেল নিজেই আত্মঘাতী হয়েছেন। তদন্তের স্বার্থে বিদিশার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেও কথা বলছে পুলিশ। পল্লবী দে-র পরে ফের এক অভিনেত্রীর রহস্যমৃত্যু কে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ১৫ মে গড়ফার এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। সেই ঘটনার ধোঁয়াসা কাটতে না কাটতেই আবারও এক মডেল অভিনেত্রীর রহস্যমৃত্যু শহরে।

Dumdum দমদমে ফের মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার।

MORE NEWS – Web Portal “SANDHAN” ওয়েব পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে নজির গড়লো বাঁকুড়া জেলা পুলিশ।

Tv20 Bangla:- বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়েছিল, তড়িঘড়ি পুলিশি সাহায্য নেওয়ার পরে তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান নামক একটি ওয়েবপোর্টাল (Web Portal “SANDHAN”) তৈরি করে বিভিন্ন ফোনের ডেটা সংগ্রহ করে খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। অবশেষে পুলিশের অনেক চেষ্টার পরে হারিয়ে যাওয়া ফোনগুলি পুনরুদ্ধার হয়। এর আগে অনেক ফোন পুনরুদ্ধার করার সাথে সাথে আজ ফের বাঁকুড়া পুলিশ লাইনের শিশুমঙ্গল কক্ষে, চুরি হয়ে যাওয়া দুশোটির মতো মোবাইল ফোন উপযুক্ত প্রমান সহকারে নির্দিষ্ট মালিকানার হাতে তুলে দিলো বাঁকুড়া জেলা পুলিশ। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, গত দুই মাসে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় সাড়ে ৬৫০ টির বেশি ফোন পুনরুদ্ধার করেছে, পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশা করছেন। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments