নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :- Women’s Day আজ সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। সমগ্র দেশে এই দিনটি অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সহিত পালন করা হচ্ছে। সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ছিল দক্ষতা ও জ্ঞানের মাধ্যমে নারীদের স্বয়ংসম্পূর্ণ করা।
এই উপলক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। পুষ্টি বাগান, বিজ্ঞান সম্মত উপায়ে সবজির চারা তৈরি, মাশরুম চাষের মাধ্যমে পুষ্টির যোগান ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক এর সহ কৃষি অধিকর্তা দীপা মানি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সঞ্চালক ড: মৌমিতা দে গুপ্ত ও প্রাণীসম্পদ অধিকর্তা ড: প্রহ্লাদ মন্ডল।
সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সঞ্চালক ডক্টর মৌমিতা দে গুপ্তা বলেন , এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে কিভাবে অল্প খরচে বেশি মুনাফা অর্জন করা যায় তার ধারনা হল। ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তারা।
Women’s Day Special : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।
পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি
More News – মালদায় হারিয়ে যাওয়া মহিলাকে ফিরে পেলেন পরিবার ।
বিশ্বজিৎ মন্ডল, মালদা : পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া মহিলাকে ফিরে পেল পরিবার। এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা যায় দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নয়াপাড়ার এক মহিলা গত ৬ তারিখ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকেরা খোঁজ চালাতে থাকেন। অবশেষে মালদা জেলার বামনগোলার থানার মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে ৩০০ মিটার দূরে এক ফাঁকা মাঠের মধ্যে ঐ মহিলা কে স্থানীয় লোকজন একা বসে থাকতে দেখে। অজানা ব্যক্তি তাকে দেখে খবর দেওয়া হয় বামন গোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামন গোলা থানার পুলিশ। প্রথমে ওই মহিলা অসুস্থ থাকায় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। Continue Reading