Wednesday, December 4, 2024
- Advertisement -

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র যুব তৃণমূলের কর্মীরা।

- Advertisement -

কাজল মিত্র : রাজনীতি নয় সামাজিক কাজের অঙ্গ হিসেবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিলেন ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২।এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দল শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর পাশাপাশি তাদের উৎসাহিত করতে কখনো জলের বোতল আবার কখনো কলম দেওয়া হয়েছে। আর সে মতেই এ দিন দোমহানি গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও একটি করে কলম প্রদান করল ছাত্র যুব তৃণমূলের কর্মীরা। তবে এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই নিতান্তই সামাজিক কর্মসূচি হিসেবে দেখছে কর্মীরা।ছাত্রযুব তৃণমূলের এই কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

একইসাথে বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ মহাশয় পানুরিয়া স্কুলে ছাত্র ছাত্রীদের পানীয় জলের বোতল ও পেন প্রদান করেন।তিনি বলেন, গরম পড়ে গিয়েছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের অভাব মেটাতে আমরা তাদের মিনারেল ওয়াটার দিলাম।এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলেন,ছাত্র যুব তৃণমূলের পক্ষ থেকে আমাদের জল ও পেন দেওয়া হল এতে আমরা অত্যন্ত খুশি। এদিনের এই কর্মসূচিতে বরুণ তেওয়ারী, লোটন কর্মকার , শুভাশীষ গোপ , জয়দেব ধীবর,রাহুল জৈন, সুমিত দে সহ অন্যান্য কর্মীরা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র যুব তৃণমূলের কর্মীরা।

MORE NEWS – আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট।

কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট। সন্দেহ জনক ভাবে একটি বোলেরো গাড়ি আটকাতেই তার ভেতরে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যদিও গাড়িতে থাকা চালক এবং অন্য আরেক যাত্রী বারবার মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনো নথি দেখাতে না পারার জন্য সমস্ত টাকায় বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট ৯ লক্ষ টাকা ছিল ওই গাড়িতে। অন্যান্য দিনের মতো আজও বাংলা ঝারখড সীমান্তে ডুবুরি চেকপোস্টে চলছিল নাকা চেকিং এবং তখনই একটি বোলেরো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি প্রথমে বলেন ধানবাদ থেকে গাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments